মহালছড়ি এপিবিএন স্কুল এন্ড কলেজে বনজ ও ফলের গাছ রোপন

Published: 26 Aug 2019   Monday   

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে  সোমবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে সারা দেশে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে  ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজে একটি করে বনজ ও ফলের গাছ লাগানো হয়েছে।

 

মহালছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারুফ উজ জামান এর উদ্যোগে একটি করে বনজ ও ফলের গাছ  লাগানো হয়।

 

এই সময় আরো উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সিনিয়র শিক্ষক সুমা আক্তার, কমল দেবনাথ, হেদায়েত উল্লাহ ও নাছরিন আক্তার, সহকারী শিক্ষক মিল্টন চাকমা ,জামাল হোসেন, থুইসাপ্রু মারমা,ননিকা দেওয়ান,লাভলি আক্তার,মামুন উর রশিদ ও অন্যান্য শিক্ষক সহ স্কুলের ছাত্র/ছাত্রীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত