বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

Published: 27 Aug 2019   Tuesday   

কুমিল্লায় বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


মানববন্ধনে বক্তারা বৌদ্ধ ভিক্ষু হত্যার তীব্র নিন্দা জানিয়েছে বলেন একটি অসাম্প্রদায়িক দেশে এ ধরণের নৃশংস হত্যাকান্ড খুবই নিন্দনীয়, দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য সরকারের কাছে দাবীর পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুদের নিরাপত্তা ও শান্তি কামনা করেছেন।


পার্বত্য ভিক্ষু সংঘের ব্যানারে জেলা প্রশাসন কার্য্যলয়ের চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন সাধারণ সম্পাদক শুভদর্শী মহাথেরো, সুগত লংকার ভিক্ষু প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। মানবন্ধনে বৌদ্ধ ভিক্ষুরা ছাড়াও সাধারন মানুষও অংশ নেন।


উল্লেখ্য, গেল ২৫ আগস্ট কুমিল্লার গোমতী এলাকায় রেল ব্রিজের নিচ থেকে থেকে অমৃতানন্দ ভিক্ষুর লাশ উদ্ধার করা হয়। নিহত ভিক্ষু খাগড়াছড়ি জেলার বিজিতলা গ্রামের বাসিন্দা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত