রাজস্থলীতে সেনাবাহিনী সদস্য নিহতের ঘটনায় মামলা দায়ের

Published: 27 Aug 2019   Tuesday   

রাজস্থলী উপজেলায় গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু মুখ পাড়া  এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের  উপর সস্ত্রাসীদের গুলিতে বর্ষনের নিহত সৈনিক এবং অপর একজন সৈনিক আহতের ঘটনায় ৯দিন পর রাজস্থলী থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

উল্লেখ্য, গেল ১৮ই আগষ্ট   উপজেলার  গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু মুখ পাড়া  এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের  উপর সস্ত্রাসীদের গুলিতে বর্ষনের নাসিম নামের এক সৈনিক নিহত এবং অপর একজন সৈনিক  আহত হন।

 

রাজস্থলী থানা অফিসার ইন-চার্জ মফজল আহম্মদ খান জানান, এ ঘটনার ব্যাপারে রাজস্থলী থানা বিভিন্ন সময় ঘটনাস্থলে পরিদর্শন করে ৯দিন পর গেল ২৭ আগষ্ট থানার উপ-সহকারী পরিদর্শক(এসআই) মো. ্এরশাদ মিয়া বাদী হয়ে কতিপয় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন । রাজস্থলী থানার মামলা নং ০২-১৪৭.১৪৯.৩৩২.৩৩৩.৩৫৩.৩০৭.৩০২.৩৪ দন্ড বিধি তৎসহ বিম্ফোরক দ্রব্য ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।  তিনি আরো জানান, থানা  থেকে ঘটনাস্থল দুরত্ব কারণে পর্যবেক্ষন করতে  সময় লেগেছে। এ জন্য মামলা রুজু করতে বিলস্বিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত