চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

Published: 02 Sep 2019   Monday   

প্রতি বছরের ন্যায় এবছরও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখার উদ্যোগে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

 

চবি কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০১৯ এর আয়োজক কমিটির আহ্বায়ক রুমেন চাকমার সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চবি শাখার সংগ্রামী সভাপতি মিন্টু চাকমা। এছাড়া পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চবি শাখা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খেলার শুরুতে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা এবং জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এপর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

টুর্নামেন্টের উদ্বোধনের দিনে মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মাউন্টেইন ঈগলস কে ইভারগ্রিন ১-০ গোলে পরাজিত করে। ইভারগ্রিন এর পক্ষে গোল করে থোয়াইচিন মারমা।

 

অপর ম্যাচে হিল গ্যাং ইনক্রিডিবল-২ কে ১-০ পরাজিত করে। হিল গ্যাং এর পক্ষে পক্ষে গোল করে উলামং মারমা।শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আগামী ১০ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে।

 

উল্লেখ্য, শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কাপ্তাই সুইডিস পলিটেকনিক শাখার সক্রিয় কর্মী ছিলেন। ২০১২ সালের ২০শে মে তারিখে তারা পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহন শেষে কাপ্তাইয়ে ফেরার জন্য রাঙামাটির কল্যাণপুরস্থ পেট্রোল পাম্পে সহকর্মী ও বন্ধুদের অপেক্ষা করছিলেন। হঠাৎ অপেক্ষামান বাসের পাশ ঘেষে আসা একটি চলমান সিএনজি গতি শ্লো করে কিছু সন্ত্রাসী সেখানে পরিকল্পিতভাবে গ্রেনেড ছুড়ে মারে। সেই গ্রেনেড হামলায় তিনি সহ ৬ জন মারাত্মকভাবে আহত এবং আরো ৮ থেকে ১০ জন আহত হন। ঘটনার পরপরই  তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। এবং ঘটনার তিনদিন পর তিনি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় অনেকে পঙ্গুত্ববরণ করেন। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শহীদ ছাত্রনেতা মংচসিং মারমার প্রতি শ্রদ্ধা রেখে ২০১২ সাল থেকে প্রতিবছর শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত