বরকলে সমবায়ীদের প্রশিক্ষণ ও আলোচনা সভা

Published: 04 Sep 2019   Wednesday   

রাঙামাটির বরকলে বুধবার সমবায়ী সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে  সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা জ্যাকলিন চাকমা। এসময় জেলা সমবায় অফিসের প্রশিক্ষক কামনা চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শিমুল চাকমা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সমিরণ কান্তি মহাজন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক অমরেন্দ্র চাকমা সহ উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় ২৫ জন সমবায়ী সদস্য অংশ গ্রহণ করেন। 

 

সভায় প্রশিক্ষণার্থীদের মাঝে  কৃষি পদ্ধতি ও  উৎপাদন ব্যবস্থা, পশু-পাখি পালন ও রোগ প্রতিরোধের উপায় এবং  পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত