দীঘিনালায় দুদকের গণশুনানি

Published: 12 Sep 2019   Thursday   

সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এ স্লোগানে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দূণীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় দীঘিনালা উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে জাতীয় সংগীতের মাধ্যমে এ গনশুনানির কার্যক্রম শুরু করা হয়।

 

নাগরিক সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভুত সমস্যাদি প্রবণ ও নিস্পত্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- সচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে গনশুনানীর কোন বিকল্প নেই বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে সকল জন প্রশাসনকে জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। পাশা পাশি মাননীয় প্রধান মন্ত্রীর দুর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন তাই ছোট  বড় সকল দুর্নীতি নিমূল করতে হবে।

 

গণশুনানীতে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, দূণীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মাহমুদ হাসান, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।

 

এছাড়াও দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মো.আবুল কাশেম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা,এড. আশুতোষ চাকমা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার ও জেলা দুর্নীতি পরিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্তসহ এলাকার জন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত