বিলাইছড়িতে বেতের ঝুড়ি ও পুঁতির শোপিস তৈরি প্রশিক্ষণ শুরু

Published: 15 Sep 2019   Sunday   

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)-র সহায়তায় রোববার থেকে ছয় দিনের বিলাইছড়িতে সমবায়ীদের বেতের ঝুড়ি পুঁতির শোপিস তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর আওতায়  ১ নং বিলাইছড়ি ইউপি ভবনে আয়োজিত ছয় দিনের এই প্রশিক্ষণ আয়োজন করেছে বিলাইছড়ি উপজেলা পরিষদ। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে উপজেলা আমার বাড়ি আমার খামার অফিস।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা । উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কমিটির সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা  চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, আমার বাড়ি আমার খামার এর উপজেলা সমন্বয়কারী নিত্যলাল তঞ্চঙ্গ্যা  এবং জাইকার উপজেলা ডেভেল্বমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা। প্রশিক্ষণে উপজেলার মোট আঠার জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। এবং প্রশিক্ষণটি পরিচালনা করবেন উপজেলা জাতীয় মহিলা সংস্থা অফিসের সেলাই প্রশিক্ষক শর্মিষ্টা চাকমা।

 

এ সময় বক্তারা বলেন, প্রশিক্ষণে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাংসারিক কাজকর্মের পাশাপাশি যদি পরিবারের জন্য কিছুটা হলেও সহায়ক হিসেবে কিছু টাকা উপার্জন করা যায় তাহলে একদিকে যেমন আপনার পরিবারে একটা অবস্থান তৈরি হচ্ছে এবং অন্যদিকে আপনি আপনার উপার্জিত টাকা স্বাধীনভাবে খরচ করতে পারবেন। এবং এভাবে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আত্বনির্ভরশীল হয়ে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। তাহলে দেশ একদিন উন্নত বাংলাদেশে পরিণত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত