রুমা থেকে ৬ গ্রামবাসীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

Published: 15 Sep 2019   Sunday   

রোববার বান্দরবান রুমা উপজেলা সদর ইউনিয়নের সামা খাল পাড়া বা গ্রাম থেকে ছয়জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণকারীরা মগ লিবারেশন পার্টির সদস্য বলে জানা গেছে। তবে অপহরণকারীরা এখনো মুক্তিপণ দাবী করেনি। অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনী মাঠে নেমেছে বলে জানা গেছে।

 

রুমা উপজেলা সদর ইউপি চেয়ারম্যান শৈবং মার্মা বলেন, অপহরণকারীরা ১০-১২ জনের একটি গ্রুপ ছিল। তাদের হাতে অস্ত্র ছিল। সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সামা খালা পাড়ার ছয়জন পাড়াবাসীকের অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে। কারা তাদেরকে অপহরণ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় মগ লিবারেশন পার্টি ও মায়ানমারের আরাকান পার্টির আনাগোনা রয়েছে। অপহরণকারীরা এখনো অপহৃত আত্বীয়-স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবী করেনি। কি উদ্দেশ্যে পাড়াবাসীদেরকে অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের সামা খাল এলাকায় মগ লিবারেশন পার্টির সদস্যদের চলাচল রয়েছে। তারাই অস্ত্রের মুখে সামা খাল পাড়ার পাড়াবাসীদের অপহরণ করেছে। অপহরণের সময় বেশ কয়েকজন পাড়াবাসীও দেখেছে।অপহৃতরা হলো- মংরিঅং মারমা (৪৫), উগামং মারমা (৫০), মংগেইং মারমা (৩২), সিংথোয়াই মং মারমা (৩২), প্রুসিঅং মারমা (৪৩) ও থোয়াইহা¬চিং মারমা (৫৬)। তবে অপহরণকারীরা অপহৃতদের নিয়ে যাওয়ার সময় পাড়াবাসীদের বলে যায়, পাড়ার কার্বারী (পাড়া প্রধান) উহ্লাচিং মার্মাকে তাদের হাতে তুলে দিয়ে অপহৃত ছয় জনকে ছেড়ে  দেবে।

 

রুমা থানা ওসি আবুল কাসেম স্থানীয়দের বরাট দিয়ে জানান, মগ পার্টি ছয়জনকে অপহরণ করেছে স্থানীয়রা জানিয়েছে।  অপহৃতদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযানে নেমেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত