বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির দুই কর্মী নিহত

Published: 18 Sep 2019   Wednesday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম কজোইছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সংস্কারপন্থী) রিপেল চাকমা(২৫) ও বর্ষন চাকমা (২৪) দুই কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।


জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের দুর্গম কজোইছড়ি গ্রামে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মী রিপেল চাকমা ও বর্ষন চাকমা একটি বাড়ীতে অবস্থান করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত তাদেরকে বাড়ী থেকে বাইরে ডেকে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা তাদের রাস্তার মধ্যে গুলি করে পেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও বিজিবির সদস্যরা সকালের দিকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।


এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞান জীৎ চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, রিপেল চাকমা ও বর্ষণ চাকমা কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন। পথিমধ্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র দলের লোকজনদের সামনে পড়লে দুজনকে গুলি করে হত্যা করে। নিহত দু’জন তাদের দলের সমর্থক ছিলেন। তবে এ ব্যাপারে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কারোর বক্তব্য পাওয়া যায়নি।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলটি অত্যান্ত দুর্গম হওয়ার কারণে লাশ উদ্ধার করতে বিলম্ব হচ্ছে। তবে খবর পাওয়ার পর পর পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গেছে।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত