চন্দ্রঘোনায় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আরএইচস্টেপের সমন্বয় সভা অনুষ্ঠিত

Published: 20 Sep 2019   Friday   

চন্দ্রঘোনায় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আরএইচস্টেপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার খ্রীষ্টিয়ান মিশন হাপাতালের কার্যালয়ে। আরএইচস্টেপ ইউবিআর-২ প্রকল্পের অধীন রাজস্থলী ও কাপ্তাই উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।

 

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের ব্যবস্থাপক কাজী মুশফিকুল ইসলাম।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই আল- আমীন নূরীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম,কেআরসি স্কুলের শিক্ষিকা মন্দিরা বড়ুয়া, ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রদ্ধা শংকর তনচংগ্যা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পপি রাহা, ইসলামপুর সরকারি প্রঃ বিদ্যালয়ের শিক্ষক সাচিংনু মারমা,কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক সুদর্শন বড়ুয়া প্রমুখ।

 

সমন্বয় সভায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রকল্পের নিজস্ব কারিকুলাম এমএমডব্লিউ ও এনসিটিবির মধ্যে যৌন প্রজনন স্বাস্থ্যের বিভিন্ন সেশনগুলো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক- শিক্ষিকাদের দ্বারা পরিচালিত হচ্ছে,তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

 

 এছাড়া, উক্ত দু` উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিগত ৯ বছর যাবৎ কিশোর- কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম ইউবিআরের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে,যা পরবর্তী প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে বলে বক্তারা উল্লেখ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত