সুভাষ চাকমা সভাপতি, পিন্টু চাকমা সাধারণ সম্পাদক ও ক্লিন চাকমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

Published: 20 Sep 2019   Friday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখার ১০ম থানা কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

মনাটেক যাদুগানালা কমিউনিটি সেন্টারে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল অধিবেশন শুরু হয়। অধিবেশনে সুভাষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সহ সাধারণ সম্পাদক থুইহলাঅং মারমা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জন সংহতি সমিতি ( জেএসএস) খাগড়াছড়ি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, জেএসএস মহালছড়ি থানা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমাসহ  জাতীয় ছাত্র নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন, ক্লিন চাকমা।

 

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক রিমেজ চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জুনান চাকমা, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রতিভাষ চাকমা, ঢাকা মহানগর শাখার সভাপতি আমোদকর চাকমা, যুব সমিতির নেতা রতন চাকমা, মিলন চাকমা ও  ইউপি সদস্য সুকন্ঠ চাকমা। অনুষ্ঠান শুরু করার আগে এ যাবত যাঁরা ভ্রাতৃঘাতি সংঘাতে মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

উক্ত কাউন্সিলে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর নতুন কমিটিতে সুভাষ চাকমাকে সভাপতি, পিন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও ক্লিন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমা।

 

কাউন্সিলে বক্তারা জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণবাস্তবায়নে ঐক্যবদ্ধ  হয়ে  আন্দোলন জোরদার করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত