বিলাইছড়িতে নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

Published: 22 Sep 2019   Sunday   

বিলাইছড়ি উপজেলায় সোমবার  নিরাপদ মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবা, ইপিআইসহ সাধারণ স্বাস্থ্যশিক্ষা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

 

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় উপজেলা শিল্পকলা একাডেমীতে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা পরিষদ। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা, জাইকার উপজেলা ডেভেল্পমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা ও যায়যায়দিন পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি পুষ্প মোহন চাকমা। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

 

বক্তারা বলেন, স্বাস্থসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকারের সহযোগীতায় জাইকা কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, মাতৃত্বকালীন যদি  গর্ভবতী মায়ের যথাযথভাবে সেবা যত্ন করা নাহয় তাহলে সুস্থভাবে সন্তান জন্ম দেয়া সম্ভব নয়। এবং অনিরাপদ সন্তান জন্মদানের কারণে হয়তো মা ও শিশুর যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত