কাপ্তাই ব্লাড ব্যাংকের মহতী উদ্যোগ ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়

Published: 25 Sep 2019   Wednesday   

কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারী ডিগ্রী কলেজে ২০০ শিক্ষার্থীর বিনামূল্যে "রক্তের গ্রুপ" নির্ণয় করে কাপ্তাই উপজেলা ব্লাড ব্যাংক। মঙ্গলবার কাপ্তাই উপজেলা ব্লাড ব্যাংকের এডমিন বাবলু বিশ্বাস অমিত আনুষ্ঠানিক ভাবে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন। এতে রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক সার্বিক সহযোগীতা করে।  

 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কর্ণফুলী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাদির আহমেদ, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দীন, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের এডমিন হাবিবুর রহমান হাবিব, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক এ.আর লিমন প্রমুখ। 

 

এদিকে, শিক্ষার্থীরা অতি উৎসহে নিজ, নিজ রক্তের গ্রুপ বিনামূল্য নির্ণয় করতে পেরে সকলেই খুশি।  কয়েকজন শিক্ষার্থী জানান, আমাদের নিজেদের রক্তের গ্রুপ জানা একান্ত প্রয়োজন।  শিক্ষার্থী উমেচিং, সাইফুল, হোসনে আরাসহ অনেকেই কাপ্তাই উপজেলা ব্লাড ব্যাংকের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত