কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করলেন দীপংকর তালুকদারএমপি

Published: 01 Oct 2019   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দীপংকর তালুকদার এসপি। এতে বক্তব্যে দেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী প্রমুখ।

 

এর আগে তিনি কর্ণফুলী সরকারি কলেজ ভাঙ্গন রোধে ১৫০ মিটার তীর প্রতিরক্ষামূলক ধারক দেওয়াল নির্মাণ কাজে, কর্নফুলি নদী হতে কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স এর ভাঙ্গন রোধে কর্ণফুলি নদীর পাশে প্রতিটি ১৫০ মিটার করে তীর প্রতিরক্ষামূলক বাঁধ নির্মানের উদ্বোধন করেন। পানি উন্নয়র বোর্ডের অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৩টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত