রাঙামাটিতে বিশ্ব ডিম দিবস পালিত

Published: 11 Oct 2019   Friday   

সুস্থ মেধাবি জাতি চাই প্রতিদিন ডিম খাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে  শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।

 

জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটানারি সার্জেন ডাঃ দেবরাজ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার  কাউন্সিলর বাচিং মারমা। বক্তব্য রাখেন, রাঙামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রেমা মহাজন, রাঙামাটি হাঁস মুরগী খামারের ব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার দে। এসময় মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ এবং খামারীরা  উপস্থিত ছিলেন।

 

এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যলিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে  জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত