রাঙামাটিতে বাস উল্টে ১০যাত্রী আহত

Published: 11 Oct 2019   Friday   

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে রাস্তায় উল্টে গেলে ১০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে।

 

জানা যায়, শুক্রবার সকাল সোয়া ১১ টার সময় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে আসা একটি বাস রাঙামাটির মানিকছড়ি পাহাড়ী রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রন হারায়। এতে বাসটি  পাহাড়ে ধাক্কা লেগে রাস্তায় উল্টে গিয়ে ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৮জনকে ছেড়ে দিলেও তোকি ওসমান(২৭) ও মোঃ জাবেদ(৩০) এর গুরুত্বর আহত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ।  মানিকছড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ রহমান খান পাঠান জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে আসা একটি বাস রাঙামাটির মানিকছড়ি এলাকায়  নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে রাস্তায় উল্টে গিয়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত