কাপ্তাইয়ে আশিকার আয়োজনে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালন

Published: 15 Oct 2019   Tuesday   

বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে  কাপ্তাইয়ে মঙ্গলবার মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহাযোগিতায়  বাস্তবায়নরত ‘ইলিরা’ প্রকল্পের আওতায়   নারী উপকার ভোগীদের  নিয়েজেন্ডার বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর আয়োজনে ওরিয়েন্টশন সভায়  সভাপতিত্ব করেন আশিকা’র কর্মকর্তা এডভোকেট কক্সী তালুকদার। এসময় নব নিযুক্ত কর্মকর্তা  রিনি চাকমাসহ সদ্য বিদায়ী কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা  উপস্থিত ছিলেন।

 

সভায়  সদ্য বিদায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমা জেন্ডার বলতে কি বোঝানো হয়, নারীদের পূণঃ উৎপাদনমূলক ,উৎপাদন মূলক ,সামাজিক ভুমিকা এবং সমতা ও ন্যায্যতা নিয়ে বিশদ আলোচনা করেন।

 

কক্সী তালুকদার তার বক্তব্যে বর্তমানে পার্বত্য এলাকায় যে হারে দুর্যোগ হচ্ছে গ্রামীন নারী ও শিশুরা তা প্রতিহত করতে পারে প্রচুর পরিমাণে পানি ধরে রাখতে সক্ষম বৃক্ষ রোপনের মাধ্যমে।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা বলেন, জলবায়ু সহিঞ্চুতা  অর্জনে গ্রামীন নারী ও মেয়েরাই অগ্রণী ভুমিকা পালন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত