পানছড়িতে আন্তজার্তিক গ্রামীণ নারী দিবস পালিত

Published: 15 Oct 2019   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আন্তজার্তিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।

 

মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জাবারাং সেতু-এমএলই প্রকল্পের মাধ্যমে একযোগে ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৭টি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা হয়। ৭টি বিদ্যালয়ে এই কর্মসূচির মাধ্যমে ৩০ জন পুরুষ অভিভাবক ও ২২৭জন মা অভিভাবক অংশ গ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বছর বছর যেভাবে শিশু যৌন নিপীড়ন, ধর্ষষের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। গত ছয় মাসে সারাদেশে ৫৭২জন শিশু ধর্ষণ ও যৌন নিড়ীড়নের শিকার হয়েছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। নিজেদের এলাকায় এ ধরণের যে কোন ঘটনা ঘটার আশংকা দেখা দিলে যেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা জনপ্রতিনিধিদের অবহিত করার ব্যাপারে পরামর্শ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । সকল অভিভাবক যাদের কন্যা শিশু আছে তাদের এখনই সচেতন এবং সতর্ক হবার সময় এসেছে বলে উপস্থিত অভিভাবক মত দেন। পাড়ার যুব সমাজকেও সংগঠিত করতে অনুরোধ করেন মা দলের সদস্যরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত