পাহাড়ে সন্ত্রাসে যারাই জড়িত তাদের অবশ্যই চিহ্নিত করে খুঁজে বের করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

Published: 17 Oct 2019   Thursday   

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাহাড়ে সন্ত্রাসে যারাই জড়িত তাদের অবশ্যই চিহ্নিত করে খুঁজে বের করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে কেউ রেহায় পাবেন না। আর এই সব সন্ত্রাসে যারা মদদ দিচ্ছে তাদেরও রেহাই নেই। তাদেরকেও বিচারে মুখোমুখি হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পাহাড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যা যা করার সবই করা হবে।


বৃহস্পতিবার বিকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্টির ইনষ্টিটিউট মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইন শৃংখলা বিষয়ক এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


পার্বত্য অঞ্চলের আইন শৃখলা পরিস্থিতি অবনতি হতে থাকার প্রেক্ষাপটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এ সভার আয়োজন করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এর সভাপতিত্বে সভায় রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ কামাল উদ্দিন, র‌্যাবের মহা পরিচালক বেনজির আহম্মদ, পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোঃ জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান, বিজিবির মহা পরিচালক, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা প্রশাসক, পুলিশ ও বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।


সভায় তিন পার্বত্য জেলার হেডম্যান কার্বারী, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রধান,সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ পার্বত্য এলাকায় বিরাজমান আইন শৃঙ্খলাপরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তা উত্তোরনে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত