জুরাছড়িতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

Published: 20 Oct 2019   Sunday   

সবুজ পাহাড়ে ঘেরা জুরাছড়ি কাপ্তাই হ্রদে নৌকা-বাইচ অনুষ্ঠিত হয়েছে। সেনা বাহিনীর আদর্শ একুশ ইউনিটের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগীতা সাতটি দল অংশগ্রহন করে। বেলা ৩টায় চিত্তিমাছড়া এলাকা থেকে জোনের দপ্তরের ঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার সময় ঢেউয়ের মাঝে মাঝিদের সাজ আর বাদ্যর ঝংকার এবং দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে নদীর তীর। গতিময় নৌকার অনবরত বৈঠা চালানো দেখে মুগ্ধ হন শত শত মানুষ।

 

বনযোগীছড়া জোনের সদর দপ্তরে আদর্শ একুশ ইউনিটের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান। এ সময় জুরাছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল মোঃমাহমুদুল হাসান, নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ তানভীর হোসেন, মেজর নূর-ই আহমেদ-আল-শাফি, মেজর এসএম মাঝহারুল আদনান, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুল হাই, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, হেডম্যান কুরুনা ময় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রতিযোগীতায় রাঙামাটি সদরে বালুখালী ইউনিয়নের রাজ মুনি পাড়া মিন্টু ত্রিপুড়ার দল প্রথম, দ্বিতীয় জুরাছড়ির বনযোগীছড়া ইউনিয়নের কতরখাইয়া  মিটন চাকমার দল এবং তৃতীয় রাঙামাটি বালুখালী ইউনিয়নের আমতলী পাড়ার ধনী বড়–য়ার দল স্থান অধিকার করেন। সেনা বাহিনীর পক্ষ থেকে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান বিজয়ীদের মাঝে মেডেল ও প্রাইজ বন্ড তুলে দেন।

 

উল্লেখ্য আদর্শ একুশ ইউনিটের  ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জোন সদর দপ্তরে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কাব্বারীদের অংশগ্রহনে প্রীতি ভোজন অনুষ্ঠিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত