বরকলে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপ্রাণি হৃষ্টপুষ্টকরণ

Published: 21 Oct 2019   Monday   
no

no

বরকলে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপ্রাণি হৃষ্টপুষ্টকরণ" বিষয়ের উপর ৪দিন ব্যাপী  খামারিদের  নিয়ে প্রশিক্ষণ ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রাণী সম্পদ অধিদপ্তরের কনফারেন্স কক্ষে ২০১৯-২০ অর্থ বছর  জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি( জাইকা) প্রকল্পের আওতায় সভায় উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।    উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলি রানী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি( জাইকা) প্রতিনিধি উৎপল বিকাশ তঞ্চংগ্যা। এসময় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সমীরন কান্তি মহাজন  উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দীপন চাকমা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার দে ও লোক শোভা চাকমা ও এআই মাইকেল আনন খীসাসহ প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্যরা  উপস্থিত ছিলেন।

 

সভায় ২৫ জন কৃষক/ খামারি প্রথম গ্রুপের প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ৪ দিন ব্যাপী প্রশিক্ষণে প্রথম ও দ্বিতীয় গ্রুপে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের মধ্যে দিয়ে প্রশিক্ষণ টি  সম্পন্ন হবে।   

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত