বরকলে তিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরন

Published: 21 Oct 2019   Monday   

রাঙামাটির বরকলে সোমবার প্রাথমিক বিদ্যালয় ও পাড়া কেন্দ্রে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ  ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

তিন ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৮- ১৯ অর্থ বছরের লোকাল গর্ভন্যান্স সাপোর্ট এজেন্ট (এলজিএসপি-৩)শীর্ষক  প্রকল্পের আওতায় বরকল  ইউনিয়ন পরিষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমার    সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানে  আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময়  উপজেলা সহকারী প্রকল্প ব্যবস্থাপক তিমির বরন চাকমা ও দীমান দেওয়ান বরকল ইউনিয়ন পরিষদের সচিব জীবন চাকমা অাইমাছড়া ইউনিয়ন পরিষদের সচিব সোনা রঞ্জন চাকমা বড় হরিণা ইউনিয়ন পরিষদের সচিব রিটু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।                    

     

অনুষ্ঠানে উপজেলার ৩ ইউনিয়নের মধ্যে বরকল ইউনিয়নে দোছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১ জন ও  চাক্কাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৬ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও শিক্ষার উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ১৫ টি পাড়া কেন্দ্রে শিক্ষার উপকরণ ও অন্যান্য সামগ্রী অাইমাছড়া ইউনিয়নে ৭টি পাড়া কেন্দ্রে শিক্ষার উপকরণ ও অন্যান্য সামগ্রী এবং বড় হরিণা ইউনিয়নে ডুলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৫ জনকে স্কুল ড্রেস, ও ১৮ টি পাড়া কেন্দ্রে ১৭০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও শিক্ষার উপকরণ বিতরন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত