জুরাছড়িতে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবসেআলোচনা সভা

Published: 23 Oct 2019   Wednesday   

জুরাছড়িতে জাতীয় স্যানিটেশন মাস  এবং বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে বুধবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

‘‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর আয়োজনে সকাল সাড়ে দশ টায় উপজেলা পরিষদ কার্যলয়ের ফটক খেকে র‌্যালী বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুুষ্ঠিত হয়। আলোচনা সভায় জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারি প্রকৌশলী পূর্নেন্দু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপাশ খীসা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তব্য রাখেন রির্সোস সেন্টারের ইন্সেট্রেক্টর মোঃ মোরশেদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত