রাজস্থলীে হেডম্যানকে হত্যার ঘটনায় ইউপিডিএফের প্রতিবাদ

Published: 23 Oct 2019   Wednesday   

রাঙামাটির রাজস্থলীতে সন্ত্রাসীরা অপহরনের পর হেডম্যান দ্বীপময় তালুকদারকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

বুধবার ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই প্রতিবাদ জানানো হয়েছে।

 

প্রেস বার্তায়  অপহরনের  পর এলাকার জনগণ দ্বীপময় তালুকদারকে উদ্ধারের জন্য স্থানীয় আইন শৃংখলা বাহিনীর কাছে গিয়ে দাবি জানালেও এ ব্যাপারে প্রশাসন কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।

 

প্রেস বার্তায় এ খুনের জন্য প্রশাসনের নির্লিপ্ততা ও জুম্মদের মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত জারী রাখার সরকারের একটি মহলের প্রচেষ্টাকে দায়ি  আরো দাবী করা হয় বান্দরবানসহ সারা পার্বত্য চট্টগ্রামে একের পর এক হত্যাকা-ের পরও অপরাধীদের বিচার ও শাস্তি না হওয়ায় সন্ত্রাসীরা এসব অপকর্ম চালিয়ে যেতে সাহস পাচ্ছে। প্রেস বার্তায় অবিলম্বে দীপময় তালুকদারের খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত