জুরাছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Published: 26 Oct 2019   Saturday   

শনিবার রাঙামাটির জুরাছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

 

‘‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়ি থানা ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা সভায় থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, রাধা কৃষ্ণ হরি মন্দিরের সভাপতি মদন মোহন নাথ উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে, মটর সাইকেল সমিতির যুব নেতা ইমন চাকমা প্রমূখ। এর আগে থানা ফটক হ থেকে একটি  র‌্যালী বের হয়ে যক্ষা বাজারে গিয়ে শেষ হয়।

 

সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিয়ের মাধ্যমে গ্রামে অপরাধ মুলক কর্মকান্ড কমে এসেছে। কমে যাচ্ছে বাল্য বিবাহ প্রথাও। এছাড়াও কমিউনিটি পুলিশিয়ের মাধ্যমে খুব সহজে সাধারণ জনগন পুলিশে যে কোন সহযোগীতার সম্পৃক্ত হচ্ছে।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, জুরাছড়িতে বিরাজমান শান্তি পূর্ন পরিবেশ বিনষ্ট্য করতে একটি চক্র বিভিন্ন ভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিরোধ করতে আইন শৃংখলা বাহিনীর পাশা পাশি কমিউনিটি পুলিশিং ফোরামের সজাগ দৃষ্টি রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত