লামায় মেরাখোলা-রাজবাড়ী সেতুর উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

Published: 26 Oct 2019   Saturday   

শনিবার বান্দরবানের লামা উজেলার মেরাখোলা- রাজবাড়ী সেতু উদ্ধোধন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সভার সভাপতিত্ব করেন লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

 

এছাড়া পার্বত্যমন্ত্রী সেতু উদ্ধোধন শেষে সরকারের বিভিন্ন বিভাগের অর্থায়নে বাস্তবায়িত নানা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করেন। তাছাড়া তিনি, সরকারি মাতামুহুরী কলেজের ‘বীর বাহাদুর মিলনায়তনের’ উদ্বোধন, লামা পৌরসভার শিলেরতুয়া মার্মা পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধিনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় পরিচালিত পাড়াকেন্দ্রের শুভ উদ্বোধন করেন, বিকেল সাড়ে ৩টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নবনির্মিত লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন ও আরেকটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়া বিকেল ৪টায় লামা পৌরসভার রাজবাড়ি এবং লামা সদর ইউনিয়নের মেরাখোলা এলাকার মধ্যবর্তী মাতামুহুরী নদীর ওপর নির্মিত লামার ৩য় মাতামুহুরী ব্রিজের  উদ্বোধন করেন।

 

পরে পার্বত্যমন্ত্রী  লামা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে নবনির্মিত লামার ৩য় মাতামুহুরী ব্রিজের উপর এক বিশাল জনসভায় তিনি যোগ দেন। জনসভায় সভাপতিত্ব করেন, লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

 

জনসভায় তিনি সরকারের নানা উন্নয়নের কর্মকান্ড তুলে ধরেন এবং পার্বত্য শান্তিচুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের যে ধারাবাহিকতা শুরু হয়েছে সে জন্য সকলকে আওয়ামীলীগের পাতাকা তলে আসতে অনুরোধ করেন। 

 

দিনব্যাপী নানান কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, ফাতেমা পারুল, মোজাম্মেল হক বাহাদুর, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, জসিম উদ্দিন সহ প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত