পিবিসিবির ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

Published: 01 Nov 2019   Friday   

শুক্রবার বাঙালী ছাত্র পরিষদের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের বনরুপার একটি রেষ্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঙালী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাঙালী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মান্নান,প্রচার সম্পাদক নূর মোহাম্মদ,রাঙামাটি কলেজ শাখার সভাপতি ইয়ানি, সাধারন সম্পাদক মামুন সাংগঠরিক সম্পাদক শরিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন। অনুষ্ঠানে পিবিসিবির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতৃবৃন্দ কেক কাটেন।

 

এর আগে একটি বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে বনরুপায় এলাকায় গিয়ে শেষ হয়।

 

আলোচনা বক্তারা  অভিযোগ করে বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালী সম্প্রদায়কে অবহেলিতসহ দ্বিতীয় শ্রেনীর নাগরিকে পরিণত করা হয়েছে। এ অঞ্চলে বাঙালীরা এই ফলে সব দিক দিকে পিছিয়ে রয়েছে। নেতৃবৃন্দ এই বৈষম্যমূলক চুক্তির আইনগুলো বাতিল করে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত