বরকলে শুরু হয়েছে জেএসসি পরীক্ষা

Published: 02 Nov 2019   Saturday   

সারা দেশের ন্যায়  বরকলে জেএসসি পরীক্ষা  শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

জানা যায়, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও সুবলং উচ্চ  বিদ্যালয়ের দুই কেন্দ্রে শুরু হলো জেএসসি পরীক্ষা। বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা সর্বমোট ৪০২ জন ও সুবলং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা সর্বমোট ৩০২জন। দুই কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ছাত্র ৩৬০ ও ছাত্রী ৩৪৪ জন সর্বমোট ৭০৪ জন। বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ৭টি ও সুবলং উচ্চ বিদ্যালয়ে ৫টি বিদ্যালয়ের পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী  ছাত্র ৯৯ ও ছাত্রী ৯৯ জন সর্বমোট ১৯৮ জন জুনোপহর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২৫ ও ছাত্রী১৫ জন সর্বমোট ৪০ জন ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২৫ ও ছাত্রী ২৪ জন সর্বমোট ৪৯ জন এ্যারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী  ছাত্র  ৬ ও ছাত্রী ৭ জন সর্বমোট ১৩ জন বামের মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৮ ও ছাত্রী ৮ জন সর্বমোট ১৬ জন বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২১ ও ছাত্রী ৩১ জন সর্বমোট ৬৮ জন অাইমাছড়া মাইসছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২০ ও ছাত্রী ১৪ জন সর্বমোট ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।  অপরদিকে সুবলং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৪৫ ও ছাত্রী ৪০ জন সর্বমোট ৮৫ জন বিলছড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৩১ ও ছাত্রী ২৮ জন সর্বমোট ৫৯ জন বরুণাছড়ি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ৩৮ ও ছাত্রী ৪২ জন সর্বমোট ৮০ জন হাজাছড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছাত্র ২৬ ও ছাত্রী ২৫ জন সর্বমোট ৫১ জন ও বরুণাছড়ি জোন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ১৬ ও ছাত্রী ১১ জন সর্বমোট ২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।  এসময় কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও  উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান অাহমেদ সদস্য ও বড় হরিণা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লাস চাকমা হল সুপার ও জুনোপহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সুর চাকমা ও কেন্দ্র সচিব ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অাব্দুল হান্নান পাটোয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।                         

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত