খাগড়াছড়িতে চার দিন ব্যাপী আয়কর মেলা শুরু

Published: 16 Nov 2019   Saturday   
no

no

খাগড়াছড়িতে চট্টগ্রাম কর অঞ্চল- ৩ এর আয়োজনে শুরু হয়েছে চারদিন ব্যাপী আয়কর মেলা। শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের অরুনিমা কমিউনিটি সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির খাগড়াছড়ি ২৯৮ নং আসনে এম.পি কুজেন্দ্র লাল ত্রিপুরা ।


চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কর কমিশনার মো: মাহবুবুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের এম.পি কুজেন্দ্র লাল ত্রিপুরা । এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস , পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল অলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম বক্তব্য রাখেন। 

 

চারদিনের মেলায় একই ছাদের নিচে আয়কর দাতারা ই-টিন প্রদান, আয়কর রির্টান গ্রহণ ও পূরণে সহায়তাসহ নানা পরামর্শ পাবেন বলে জানিয়েছেন সংশিষ্টরা। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।


বক্তারা বলেন, জনগণের মধ্যে আয়কর শব্দটির ভীতি দূর করতে সরকার সারাদেশে মেলার আয়োজন করছে। দেশের জনগণ স্বত:স্ফূর্তভাবে আয়কর দিলে দেশ উন্নয়নের এগিয়ে যাবে বলে মন্তব্য করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত