রাজস্থলীতে গুলিবিদ্ধ অবস্থায় ৩ ব্যক্তির লাশ উদ্ধার

Published: 18 Nov 2019   Monday   

রাঙামাটির রাজস্থলী উপজেলার বালুমুড়া পাড়া এলাকায় ১টি এলজিসহ হাতপা বাধা অবস্থায় গুলিবিদ্ধ ৩ ব্যক্তির লাশ উদ্ধার করেছে আইন-শৃংখলা বাহিনী। সোমবার বিকালে এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্র জানায়, রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ৫নং রাবার বাগানের বালুমুুড়া পাড়া এলাকায় সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে গোলাগুলির শব্দ পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা আইন-শৃখলাবাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে থেকে ৩ ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহতদের হাতপা ও গুলিবিদ্ধ অবস্থায় ছিল। তবে নিহতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।


রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ খান তিন ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনা সত্যতা স্বীকার করে জানিয়েছেন,স্থাণীয়দের কাছ থেকে খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনী ঘটনাস্থল থেকে ১টি এলজিসহ ৩ ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তিনি আরো জানান, নিহতরা জনসংহতি সমিতির কর্মী বা সমর্থক বলে ধারনা করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত