পার্বত্য চুক্তির ২২বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনের বর্ণিল আয়োজন

Published: 19 Nov 2019   Tuesday   

আগামী ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণিল কর্মসূচি হাতে নিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এবার চুক্তির সাফল্য ও অর্জন নিয়ে মেলারও আয়োজন করা হয়েছে। থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কনসার্ট।

 

এ উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হল রুমে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল আরাফাত হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমূখ।
আলোচনা সভায় জেলা পরিষদ সদস্য বর্গ, সরকারী বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা অংশ নেন এবং গঠনমূলক মতামত দেন।


উল্লেখ্য পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত