রাঙামাটিতে দিন ব্যাপী কৈশোর কর্মশালার আয়োজন

Published: 20 Nov 2019   Wednesday   

আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে দিন ব্যাপী কৈশোর কর্মশালার আয়োজন করা হয়। 

 

অনলাইন ব্লাড ব্যাংক ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত জীবনের স্বতন্ত্র শাখা অপরাজিতার উদ্যোগে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে  মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, উপজেলা তথ্য অফিসের কর্মকর্তা নাসরিন আক্তার, বিশিষ্ট চিত্রশিল্পী ও স্কিল ড্রপসের উপদেষ্টা মোঃ ইব্রাহীম। জীবন এর সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বরুরা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে তিনটি ধাপে পরিচালিত হয় কর্মশালা। 

 

জীবনের সমন্বয়ক তাহমিনা ইয়াছমিন এর সঞ্চালনায় কর্মশালায় "নিরাপদ স্পর্শ" নিয়ে আলোচনা করেন জীবনের সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)।  মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপস্থাপনা প্রদান করা হয়। বয়ঃসন্ধির বিষয়ে অতপর আলোচনা করেন তাহমিনা ইয়াছমিন এবং শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে ৬টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন। 

 

কর্মশালার শেষে শিক্ষার্থীদের স্যানিটারী ন্যাপকিন উপহার হিসেবে প্রদান করেন নাসরিন ইসলাম এবং অপরাজিতার পক্ষ থেকে বিদ্যালয়ের টয়লেটকে মাসিকবান্ধব টয়লেটে রুপান্তরিত করার ব্যাপারে প্রধান শিক্ষককে অনুরোধ করা হয়।  কৈশোর কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত করা হয় আজকের অপরাজিতা। 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য অপরাজিতা ও জীবন টীমকে অভিনন্দন ও সাধুবাদ জানান। 

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম অপরাজিতার কার্যক্রম রাঙামাটির প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনার ব্যাপারে তাঁর উদ্যোগ ও সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য উপজেলায় অপরাজিতার কর্মশালা আয়োজনে পরিকল্পনা গ্রহনে সহায়তার আশ্বাস প্রদান করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত