বান্দরবানে মগ পার্টির দেয়া আগুনে পুড়ল বসতঘর

Published: 22 Nov 2019   Friday   

বান্দরবান সদর উপজেলা কুহালং ইউনিয়নের নতুন কাট্টলী চাকমা পাড়ায় গেল বৃহস্পতিবার রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়েছে।

 

সন্ত্রাসীদের দেয়া আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গেল বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রশাসন এখনো নিশ্চিত হতে পারেনি কারা এই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পর শুক্রবার সকাল এগারটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য, মৌজা প্রধান হেডম্যান।

 

এদিকে  নাম প্রকাশে অনিচ্ছুক পাড়াবাসি ও কয়েকজন এলাকার নেতা জানিয়েছেন এই হামলার পেছনে মগ পার্টির সদস্যদের হাত রয়েছে। এই ঘটনার আগেও এলাকায় আরো কয়েকটি ঘটনা ঘটিয়েছে মগ পার্টির সদস্যরা।  

 

নতুন কাট্টলী চাকমা পাড়ার কার্বারী (পাড়া প্রধান) ধরাজচন্দ্র চাকমা বলেন, তখন রাত প্রায় নয়টার কাছাকাছি।রাতে ভাত খাওয়ার পর শুয়ে পড়ছিলাম। এমন সময় আমার কুকুরটি ঘেউ ঘেউ করছিল। রাতে গ্রামে অপরিচিত কেউ প্রবেশ করলে কুকুর ঘেউ কেউ করলে বুঝতে পারি। ঘরের বাইরে উকি দিয়ে দেখি হাফ প্যান্ট পরা দুইজন লোক। তাদের টর্চ লাইটের আলোতে তাদের পোশাক সেনাবাহিনীর পোশাকের মতো দেখেছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনি। এরপর আরো কয়েকটি গুলির শব্দ শুনি। ভয়ে ঘর থেকে স্ত্রীসহ লাফ দিয়ে জঙ্গলে প্রবেশ করি। গুলি করার কিছুক্ষন পরে জঙ্গল থেকে তাকিয়ে দেখি আগুনের পুড়ছে আমাদের বসতবাড়ি। কারা তাদের বসতবাড়িতে আগুনে দিয়েছে এবং কারা ফায়ার করেছে বুঝতে পারিনি। এমনকি হামলাকারীরা কতজন ছিল তাও দেখিনি।

 

সরজমিনে গিয়ে দেখা গেছে, শহর থেকে আট কিলোমিটার দূরত্বসদর উপজেলা কুহালং ইউনিয়নের নতুন কাট্টলী চাকমা পাড়া বা গ্রামটি। গ্রামে আট পরিবারের বসবাস। বৃহস্পতিবার রাত নয়টার দিকে একদল সন্ত্রাসী গ্রামে প্রবেশ করে। দলে কতজন সদস্য, আঞ্চলিক কোনো সংগঠনের সদস্য কিনা তাও জানাতে পারেনি পাড়াবাসিরা। ওই সময়ে গ্রামের বেশির ভাগ লোক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিল। এমন সময় গুলি আওয়াজে ভয়ে যে যার মতো করে রাতে অন্ধকারে জঙ্গলে পালিয়ে আশ্রয় নেয় পাড়াবাসিরা। গ্রামবাসিদের না পেয়ে হামলাকারীরা জ্ঞানলাল চাকমার বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বসতবাড়িটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

 

একাধিক সূত্রে জানা গেছে, মায়ানমারের একটি বিচ্ছিন্নতা গ্রুপ আরাকান লিবারেশন পার্টি (এএলপি)। এই পার্টির কতিপয় সদস্য দলছুট হয়ে বান্দরবানে প্রবেশ করে। তারা স্থানীয় মারমা বা মগ সম্প্রদায়ের লোকদের দলে অর্ন্তভুক্ত করে। দলে মারমা বা মগ সম্প্রদায়ের লোকজন অর্ন্তভুক্ত হওয়াতে স্থানীয়ভাবে লোকেদের কাছে মগ পার্টি নামে অধিক পরিচিত। এই মগ পার্টির সদস্যরা বান্দরবান জেলার সদর উপজেলার সদর, কুহালং, রাজবিলা ইউনিয়ন, রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ও আলেক্ষ্যং ইউনিয়ন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এমনকি রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলাও মগ পার্টি নিয়ন্ত্রণে রয়েছে। এই মগ পার্টির সদস্যরাই গেল বৃহস্পতিবার রাতে জেলার কুহালং ইউনিয়নের নতুন কাট্টলী চাকমা পাড়ায় গুলি চালিয়েছে ও একটি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। চলতি মাসের  গেল ১৯ নভেম্বর রাঙামাটির রাজস্থলী উপজেলার গাউন্দ্যা ইউনিয়নের বালুমুড়া এলাকায় তিনজন নিরীহ পাহাড়ির লাশ পাওয়া যায়। তিনজন পাহাড়িকে হত্যার পেছনে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন পিসিজেএসএস (পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি) এক প্রেস বার্তায় স্থানীয় মগ পার্টিকে দায়ী করেছে।

 

এ ব্যাপারে সদর থানা ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে তদন্ত করে বের করা হবে। আগুনে একটি বসতবাড়ি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত