রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

Published: 26 Nov 2019   Tuesday   

রাঙামাটিতে রেজিস্ট্রেশন বিহীন ও রুট পারমিট বিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে  জেলার অটোরিক্সা সচেতন চালকরা।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন শ্লোগানের পোস্টার হাতে নিয়ে তারা তাদের অধিকার আদায়ের লক্ষে এই মানববন্ধনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অটোরিক্সা চালক আবুল কালাম, কামাল হোসেন, মঈনউদ্দিন, প্রিয়তোষ দত্ত। মানববন্ধনে রাঙামাটি শহরের শতাধিক অটোরিক্সা চালকরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা বলেন, অটোরিক্সা চালকদের দাবি রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা চলাচলের কারনে বৈধ চালকদের অর্থ উর্পাজনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও শহরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে বাড়ছে যানজট, এবং অবৈধ গাড়ি চালকদের গাড়ি চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় শহরে দিন দিন সড়ক দূর্ঘটনার সংখ্যাও বেড়ে চলেছে। তাই প্রশাসনের নিকট সকলের একটাই দাবি এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে রাঙামাটির সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষা করার আহবান জানান। তান হলে পরবর্তীতে তারা আরো বৃহত্তর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী  উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত