বিলাইছড়িতে দায়ের কোপের দুই সহোদয় খুন আহত ২

Published: 29 Nov 2019   Friday   

শুক্রবার বিকালে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের কতুবদিয়া গ্রামে বাগানে গরু চড়ানোর বিরোধের জের ধরে দায়ের কোপের একই পরিবারের দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কতুবদিয়া গ্রামে কালামং মং মারমার ছেলে লক্ষীয় জয় মারমার(২৬) বাড়ীর পার্শ্ববর্তী স্বপ্ন কুমার তংচংগ্যা পরিবারের বসবাস। কিছু দিন ধরে স্বপ্ন কুমার তংচংগ্যার বাড়ীর বাগানে লক্ষীয় জয় মারমা গরু চড়াতে নিয়ে বাগানের ফসলের ক্ষয়ক্ষতি করতো। শুক্রবার বিকাল ৫টার দিকে লক্ষী জয় মারমা তার গরুগুলো বাগাতে চড়াতে নিয়ে গেলে ফসলের ক্ষয়ক্ষতি করার কারণে স্ব^প্ন কুমার তংচংগ্যার ছেলে দীপংকর তংচংগ্যা(৩০) ও শ্রীকান্ত তংচংগ্যা(২০) সহ পরিবারের অন্যান্যরা প্রতিবাদ করলে উভয়ের কথা কাটাকাটি হয়। এতে লক্ষী জয় মারমা ক্ষিপ্ত হয়ে দীপংকর তংচংগ্যা ও শ্রীকান্ত তংচংগ্যা দাড়ালো দা দিয়ে কোপালে ঘটনাস্থলে দুজনেই নিহত হন। এসময় বাধা দিতে গেলে নিহতদেও বোন সোনাবালা তংচংগ্যা(৩৭) ও তার ছেলে প্রশান্ত তংচংগ্যা(১২) কোপালে তারাও আহত হন। খবর পেয়ে এলাকার লোকহন নিহত ও আহতদের উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের কাপ্তাইয়ের খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনায় প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পর দুস্কৃতিকারী লক্ষীজয় মারমা পালাতক রয়েছে।


বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)পারভেজ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাগানে গরু চড়ানোকে কেন্দ্র করে দুপরিবারের বিরোধের জের ধরে একই পরিবারের দুই জন নিহত ও দুজন আহত হয়েছে। ঘটনার দুস্কৃতিকারী পলাতক রয়েছে। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত