রাঙামাটিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা কর্তৃক দিনব্যাপী প্রশিক্ষণ

Published: 04 Dec 2019   Wednesday   

বুধবার রাঙামাটিতে দিনব্যাপী নেতৃত্ব ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

 

আশিকার প্রধান কার্যালয়ের হল রুমে ইউএনডিপি-এডিবি এর অর্থায়নে আশিকা ডেভলাপম্যান্ট এসোসিয়েটস-এর বাস্তবায়নাধিন “সাসটেইনেবল ম্যানেজম্যান্ট অব কমিউনিটি ডেভেলাপম্যান্ট ইন সিএইচটি” প্রকল্পের প্রশিক্ষনের উদ্ধোধন করেন আশিকার উপ-নির্বাহী পরিচালক এডভোকেট কক্সি তালুকদার। প্রকল্পের ইনফ্রাস্ট্রাকচার এক্সপার্ট রবীন চন্দ্র চাকমা-এর সঞ্চালনায় রিসোর্স পারসন ছিলেন প্রকল্প সমন্বয়কারী  বিমল কান্তি চাকমা। প্রশিক্ষনে ইউএনডিপি ও এডিবি, রাংগামাটি-এর প্রতিনিধি  বিহিত বিধান চাকমা ও প্রকৌশলী পুষ্পধন চাকমা উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণে রাঙামাটি সদর উপজেলার ১০টি পাড়া উন্নয়ন কমিটি-এর ৩৩ জন কার্যনির্বাহী পরিষদ সদস্য অংশ নেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত