রাঙামাটিতে জীবনের আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

Published: 05 Dec 2019   Thursday   

‘‘অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবা’’ এই শ্লোগকে সামনে রেখে ব্লাড ডোনেট সংগঠন জীবন’র উদ্যোগে রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের রুপনগর এলাকায় পিছিয়ে পরা জনগোষ্ঠীকে সাধারণ জীবনধারায় ফিরাতে ব্লাড ডোনেট সংগঠন জীবন’র উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি হাতে নেয় সংগঠনটির ৩০জন স্বেচ্ছাসেবী।

 

কর্মসূচীতে মাসিক সম্পর্কে সচেতনতা, মাসিককালীন স্বাস্থ্যের পরিচর্যা, স্যানিটারী ন্যাপকিন ব্যাবহারের গুরুত্ব ও প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। ১৩টি পরিবারের মাঝে বিতরণ করা হয় স্বাস্থ্যকর স্যানিটারী ন্যাপকিন।

 

এসময় ব্লাড ডোনেট সংগঠন জীবন’র সাধারণ সম্পাদক সাজিদ-বিন-মিকি বলেন, মূলত স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে বৈষম্য দূরীকরণে এটি একটি প্রচেষ্টা মাত্র। দুইটি দলে বিভক্ত হয়ে স্বাস্থ্য ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয় সাধারণ জনগণের মাঝে। পশ্চাৎপদ এই জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব বিশেষ করে তাদের অভ্যাসগত পরিবর্তন আনতে সুদূরপ্রসারী পরিকল্পনার গুরুত্ব উপলব্ধি করি আমরা স্বেচ্ছাসেবীরা। ভবিষ্যতে স্বেচ্ছাসেবী কর্মকান্ডের মাধ্যমে সমাজের অসংগতি ও বৈষম্য দূরীকরণে স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, উপজেলা তথ্য অফিসের কর্মকর্তা নাসরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়া সংগঠক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, বিশিষ্ট চারুশিল্পী ও রংধনু আর্ট একাডেমীর প্রিন্সিপাল মোঃ ইব্রাহীমপ্রমুখ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 

কর্মসূচি শেষে, স্বেচ্ছাসেবীদের সনদপত্র বিতরণ করা হয় এবং সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় দুইজন স্বেচ্ছাসেবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

প্রসঙ্গত: জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বরের অধিবেশনে প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়ে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত