রাবিপ্রবি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Published: 06 Dec 2019   Friday   

শুক্রবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ  স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, দেড় ঘন্টাব্যাপী “এ” ও “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯.৩০ ঘটিকায় রাঙামাটি শহরে অবস্থিত দুটি কেন্দ্র- লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ ও শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এবং দুপুর ২.৩০টায় “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

“এ” ইউনিটে (ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ) ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৪৪৭ জন,“বি” ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৭৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৬৩ জন এবং “সি” ইউনিটে (বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ) ২৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৬২২ জন।

 

শুক্রবার ভর্তি পরীক্ষায় “এ” ইউনিটে ৮৮২ জন, “বি” ইউনিটে ৪৩৩ জন এবং “সি” ইউনিটে ৪১২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

               

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত