পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে মহালছড়িতে বিক্ষোভ সমাবেশ

Published: 09 Dec 2019   Monday   

পার্বত্য চট্টগ্রামে শান্তি, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সরকার ও জনসংহতি সমিতির মধ্যেকার সম্পাদিত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে মহালছড়ি উপজেলা এলাকাবাসী।

 

গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক লিটন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মহালছড়ি সদও এলাকায় সমাবেশে মহালছড়ি সদও ইউপি’র সাবেক মেম্বার সুকুমার চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন মহালছড়ি সদও ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার তান্টু মনি চাকমা ও দুরপুজ্জেনাল গ্রামের কার্বারী কুনেন্দু বিকাশ চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, সরকার দীর্ঘ ২২ বছরেও চুক্তি বাস্তবায়ন না কওে জুম্ম জনগণের সাথে প্রতারণা কওে যাচ্ছে। মুখে চুক্তি বাস্তবায়ন ও শান্তির কথা বলা হলেও আদতে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে সরকার একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে সরকার‘জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের’ নীল নক্সার মাধ্যমে জুম্মদেও মধ্যেকার সংঘাতকে উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে বলেও বক্তারা অভিযোগ করেন।

 

বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানান। একই সাথে বক্তারা চলমান ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্যও আঞ্চলিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত