বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

Published: 09 Dec 2019   Monday   

বিলাইছড়িতে সোমবার (৯ ডিসেম্বর) “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” প্রতিপাদ্যর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।


দিবসটি উপলক্ষে বিলাইছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক।


বক্তারা বলেন,বাংলাদেশে দুর্নীতি একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এবং দেখা যায় সর্বক্ষেত্রে প্রতিনিধিত্বকারীরাই মূলত দুর্নীতি করে। তাই দুর্নীতিকে নির্মূল করতে না পারলে সমাজ তথা দেশের সার্বিক উন্নয়ন সম্ভন নয়। এজন্য প্রতিটি স্থরের জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এবং সর্বোপরি মানবিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত