সংঘরাজ প্রয়াত ভদন্ত অভয়তিষ্য মহাথেরোর তিন দিন ব্যাপী অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু

Published: 10 Dec 2019   Tuesday   

পার্বত্য ভিক্ষু সংঘের তৃতীয় সংঘরাজ ও শিজকমুখ বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত ভদন্ত অভয়তিষ্য মহাথেরোর অন্ত্যোষ্টিক্রিয়া মঙ্গলবার থেকে তিন দিন ব্যাপী রাঙামাটির বাঘাইছড়িতে শুরু হয়েছে।

 

বাঘাইছড়ি উপজেলার শিজক এলাকায় অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানের শুরুতে প্রথম দিনে জাতীয় পতাকা ও বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্ধোধন করেন সাদা মনের মানুষ ও পার্বত্য ভিক্ষু সংঘের উপ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরো। এসময়  সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, সাবেক সিনিয়র যুগ্ন জজ দীপেন দেওয়ান, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরো, সংঠনের  যুগ্ন সম্পাদক সুগত লংকার মহাথেরো। অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহন, অষ্টপরিস্কার দান, দাননীয় সামগ্রি উৎসর্গসহ নানান বিধ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে দ্বিতীয় পর্বে ধর্ম আলোচনা, প্রয়াণপ্রাপ্ত অভয়তিষ্য মহাথেরোর নির্বাণ ঘর নিয়ে কাটলা নৃত্য ও চুরাশি প্রদীপ প্রজ্জালন করা হয়। অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধ নর-নারী অংশ নেন।

 

উল্লেখ্য, গেল ২২ ফের্রুয়ারী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বার্ধক্যজনিত কারণে  ভদন্ত অভয়তিষ্য মহাথেরো মৃত্যবরণ করেন। বৌদ্ধ ধর্মীয় নিয়ম অনুসারে কয়েকমাস পর আনুষ্ঠানিকভাবে তার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত