খাগড়াছড়িতে ডিজিটাল দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Published: 12 Dec 2019   Thursday   

বৃহস্পতিবার র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে খাগড়াছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।

 

 এ উপলক্ষে সকালে পৌর টাউন হলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‌্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মনিরউজ্জামান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া। এ সময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা ও বাংলাদেশকে একটি পূর্ণ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এখন থেকে সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের এ বিষয়ে শিক্ষা দিতে হবে।

 

র‌্যালী ও আলোচনা সভায়  বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত