রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

Published: 12 Dec 2019   Thursday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক জেলার হতদরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের অংশ হিসেবে বৃহস্পতিবার প্রতিবন্ধী, অসহায় ও হতদরিদ্র পরিবারকে সাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

 

শহরের বিএম মার্কেটে এসব সেলাইমেশিন বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২জন বাক প্রতিবন্ধী এবং ২৮জন অসহায় ও গরীব দুঃস্থ মোট ৩০টি পরিবারের মাঝে সেলাইমেশিনগুলো তুলে দেন।

 

এ সময় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সেলাই মেশিন বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এবং তাদের সাবলম্বী করতে বর্তমান সরকার সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে জেলা পরিষদ হতে প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারদের মধ্যে সেলাইমেশিন বিতরণ করা হল। সেলাই মেশিনের মাধ্যমে পরিবারগুলো যেন তাদের দুঃখ কষ্ঠ দুর করে আতœস্বাবলম্বী হতে পারে। তিনি সেলাই মেশিনপ্রাপ্তদের উদ্দ্যেশে বলেন, এই মেশিনগুলো নিজেকে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করার একটি অবলম্বন। তাই সঠিকভাবে এগুলোর ব্যবহার যাতে হয়। স্বল্প টাকার লোভে যেন এসব মেশিনগুলো বিক্রি করা না হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত