বরকলে ৪৫বিজিবির দেওয়া সমবায় গরু খামার প্রকল্পের শুভ উদ্ধোধন

Published: 12 Dec 2019   Thursday   

রাঙামাটির বরকলে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উদ্যোগে  বৃহস্পতিবার (১২ ই ডিসেম্বর) ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়া সমবায় গরু খামার প্রকল্প  উদ্ধোধন উপলক্ষে ভূধছড়া গ্রামের মাঠ প্রাঙ্গনে    অালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

জানা যায় - বরকলের ভুধছড়া গ্রামে যুবদের স্ব-উদ্যোগে এলাকার উন্নয়নের স্বার্থে প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতি ২০১০ সালে যাত্রা শুরু হয়।পরবর্তীতে ২০১৯ সালে এপ্রিল মাসে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় যুব সংগঠনটি নিবন্ধদিত হয়। অার  ওই যুব সংগঠনের উপর বরকল জোন অধিনায়ক লে.কর্ণেল ফরহাদ হারুণ চৌধুরীর দৃষ্টিনন্দন হয়। তারই সহযোগিতায়  যুব সংগঠনকে উদ্বুদ্ধ ও উন্নয়নে তরান্বিত করার জন্য বরকল ৪৫ বর্ডার   ব্যাটালিয়নের(বিজিবির)পক্ষ থেকে গরুর খামার ঘর নির্মাণের কাঁচামাল  ও ৫টি গরু প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সদস্যদের দেয়া হয় বলে জানা যায়। 

 

এসময় সমবায় গরু খামার প্রকল্পের শুভ উদ্ভোদন করেন ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে.কর্ণেল ফরহাদ হারুণ চৌধুরী ও তার সফর সঙ্গী । 

 

 প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরব বরন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উপদেষ্টা কমিটির অাহ্বায়ক অানন্দ কুমার চাকমা, লতিবাঁশছড়া গ্রামের ভূষণছড়া ইউনিয়নের ১৪৮ নং মৌজার কার্বারী উত্তম কুমার চাকমা ও অবসর প্রাপ্ত বিডিআর এবং উপদেষ্টা কমিটির সদস্য যুগেন্দু বিকাশ চাকমা সহ  সমিতির সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথি বক্তব্য লে.কর্ণেল ফরহাদ হারুণ চৌধুরী বলেন-প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতি ও এলাকাবাসীর অার্থ-সামাজিক উন্নয়ন সমৃদ্ধির লক্ষে ৪৫ বিজিবি পক্ষ থেকে সমবায় গরু খামার প্রকল্পটি দেওয়া হয়েছে বলে উদ্ভোদনি অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন।  তিনি অারো বলেন সমিতির কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারলে এ প্রকল্পটির মাধ্যমে অার্থিক স্বচ্ছলতা ফিরে অাসবে বলে অাশা প্রকাশ  করেন। এছাড়াও প্রকল্পের সঠিক কার্যক্রমের দ্বারা উন্নয়ন বৃদ্ধি পেলে যেকোন সামাজিক অাচার - অনুষ্ঠানে কারো দ্বারপ্রান্তে গিয়ে হাত পাততে হবে না বলে মত প্রকাশ  করেন জোন অধিনায়ক লে.কর্ণেল ফরহাদ হারুণ চৌধুরী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত