খাগড়াছড়ি মুক্ত দিবসে উৎসব মুখর নেই

Published: 15 Dec 2019   Sunday   
no

no

১৯৭১ সালের ১৫ ডিসেম্বর হানাদার মুক্ত হয় পার্বত্য জনপদ খাগড়াছড়ির সদর উপজেলা। প্রতিবছর স্থানীয় প্রশাসন ও স্বাধীনতা স্বপক্ষের দল আওয়ামীলীগের সহযোগীতায় মুক্তিযোদ্ধারা উৎসবমুখর পরিবেশে দিনটি পালন করলে এ বছর নীরবে কেটে গেছে দিবসটি।

 

দিবসটি পালন নিয়ে কথা বলতে চাইলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন প্রতিবছর দিবসটি পালন করে মুক্তিযোদ্ধারা তবু দিবসটি উপলক্ষে দলীয় অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সন্তানরা। এ সময় পার্বত্য চট্টগ্রাম আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা ও অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার রিজাউল করিম সহ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন উপস্থিত ছিলেন।


প্রতি বছর বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় দিবসটি পালন করতে দেখা  গেলেও এ বছর এক প্রকার নিস্তব্ধতায় কেটেছে দিনটি। মুক্তিযোদ্ধারা ঘরোয়া পরিবেশে দিবসটি পালন করলেও নতুন প্রজন্মের কাছে হয়তো অজান্তে থেকে
গেছে দিবসটির তাৎপর্য।


এ বিষয়ে জানতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন দিবসটি প্রতি বছর মুক্তিযোদ্ধারা পালন করে।


দিবসটি পালনের দলের ভুমিকা নিয়ে জানতে চাইলে বলেন সকালে দলীয় অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলে শ্রদ্ধা জানানো হয়েছে।


এছাড়া জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামীলীগ নেতা রইছ উদ্দিনের মুঠোফোনে কল করা হলে ক্ষোভের সাথে তিনি জানান, মুক্তিযোদ্ধাদের যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে দিবস পালন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আওয়ামীলীগ অন্যান্য বছর আমাদের সাথে দিবসটি পালন করায় জমকালো হতো। এ বছর কি কারণে তারা দিবসটি পালন করেনি সেটি আমার জানা নেই।


এ বিষয়ে কথা বলার জন্য খাগড়াছড়ির জেলা প্রশাসক ও খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার প্রতাব চন্দ্র বিশ্বাসকে মুঠো ফোনে ফোন দিলে ও তিনি ফোন রিসিভ করেননি।


এছাড়া খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের হানাদার মুক্ত দিবসের আলোচনা সভার কোন তথ্য কিংবা ছবি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়নি।


তবে খাগড়াছড়ি মুক্ত দিবস উপলক্ষে জেলার দীঘিনালা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত