খাগড়াছড়িতে মাতৃদুগ্ধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

Published: 04 Apr 2014   Friday   

 

 

 

মায়ের দুধ খাওয়ান, শিশুকে বাঁচান-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনমাধ্যম কর্মীদের নিয়ে খাগড়াছড়িতে মাতৃদুগ্ধ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন।

রোববার এ কর্মশালার উদ্ধোধন করেন খাগড়াছড়ির স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাশ।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ শহীদ তালুকদার, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন’র মনিটরিং অফিসার মোঃ আকরাম হোসেন ও খাগড়াছড়ি প্রেস কাবের সভাপতি জিতেন বড়ুয়া। এ কর্মশালায় খাগড়াছড়িতে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহন করে।

কর্মশালায় জন্মের পরপরই শিশুকে শাল দুধ খাওয়ানোর উপকারিতা, ছয়মাস পরে শিশুর সহায়ক খাদ্য, শিশু খাদ্যের বিপনন অধ্যাদেশসহ বাজারজাতকৃত গুড়া দুধের গুনগত মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাজারজাতকৃত নিম্নমানের বিভিন্ন কোম্পানী গুড়া দুধ বর্জন করে শিশুকে অন্তত ৬ মাস মায়ের দুধ খাওয়ানোর গুরুত্বারোপ করা হয়।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত