বরকলে নানান আয়োজনে মহান বিজয় দিবস পালিত

Published: 16 Dec 2019   Monday   

রাঙামাটির বরকলে যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা মাঠ প্রাঙ্গনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে শহীদ মিনারে প্রভাত ফেরীতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মহান বিজয় দিবসের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

 

দিবসটির শুরুতে  উপজেলা মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,ডিসপ্লে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। এসময়  বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক চেয়ারম্যান করুনা মোহন চাকমা, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ,আওয়ামীলীগ ও জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।        

                

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের খেলার মধ্যে বিভিন্ন বয়সের দৌড় প্রতিযোগিতা,বালতিতে বল নিক্ষেপ খেলা,অংক দৌড়,শিশুদের বিস্কুট দৌড়, ভদ্রমহিলাদের মিউজিক্যাল বল/বালিশ খেলা, যেমন খুশি তেমন সাজো,টি২০ ক্রিকেট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ  ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের শুভেচ্ছা পুরস্কার ও দু`জন বীর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড বিতরণ করা হয়।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

        

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত