বর্নাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে মহান বিজয় দিবস উদযাপন

Published: 16 Dec 2019   Monday   

বর্নাঢ্য  আয়োজনে  সোমবার খাগড়াছড়িতে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

 

দিবসটি উপলক্ষে সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপ্পধ্বানির মাধ্যমে শহরের মাইনী ভ্যালী সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত মুক্তি যোদ্ধা কমান্ডার ও জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ^াস। এর  পর পর উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্স এর চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ^াস,খাগড়াছড়ি প্রেস ক্লাব ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ও সামাজিক সংগঠন গুলো স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

অন্যদিকে দিবসটি উপলক্ষে  খাগড়াছড়ির ঐতিহাসিক স্টোডিয়ামে কুজকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীর চর্চা প্রদশনী প্রদর্শন করেন। কুচকাওয়াজের মাঠ পরিদর্শন  ও সালাম গ্রহন করেন খাগড়াছড়ি জেলা প্রশসাক প্রতাপ চন্দ্র বিশ^াস ও পুলিশ সুপার আহমার উজ্জামান।

 

এছাড়া ও বিভিন্ন এতিম খানা,জেল খানায় উন্নতমানের  খাদ্য পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে জেলা প্রশাসন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত