রাবিপ্রবির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Published: 16 Dec 2019   Monday   

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

 

মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় ও অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং রাঙ্গামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আতœত্যাগ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

 

এরপর শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ, শহীদ এম. আব্দুল আলী ও শহীদ আব্দুস শুক্কুর স্মৃতিস্তম্ভে এবং বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে শিক্ষার্থীদের আবাসিক হলে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত