পানছড়িতে ১১৭জনকে চাঙমা ভাষা কোর্সের সার্টিফিকেট বিতরণ

Published: 18 Dec 2019   Wednesday   

বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চাঙমা ভাষা কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

 

পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসেবে উপজেলার চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১২৭ জনকে এ সার্টিফিকেট বিতরণ করেন।

 

চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় অধ্যক্ষ কিরণ চাকমার সভাপতিত্বে ও পিংকি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, শিক্ষক, সংবাদিক ও  কবি নূতন ধন চাঙমা, চাঙমা সাহিত্য বাহ্ উপদেষ্টা সবিতা চাকমা ও সুজন চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর সভাপতি ইনজেব চাঙমা পূজগাঙ মূখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা, চাঙমা সাহিত্য বাহ্ এর তথ্য আ গবেষক ও  চেঙ্গী সারিবালা কলেজর প্রভাষক স্মরণিকা চাকমা, চেঙ্গী সারিবালা কলেজর প্রভাষক ইতি চাকমা, রুপসী চাকমা রুপা, পরেশ চাকমা, লব্দ চাকমা প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত